বাইডেন: গাজায় যুদ্ধবিরতি ছিল জীবনের সবচেয়ে কঠিন কাজ
- By Jamini Roy --
- 16 January, 2025
গাজায় ১৫ মাস ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসানে ইসরাইল ও হামাস অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার জীবনের সবচেয়ে কঠিন কাজের একটি বলে উল্লেখ করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি বুধবার (১৫ জানুয়ারি) দোহায় এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির ঘোষণা দেন।
কাতারের এই ঘোষণার পর ওয়াশিংটনের হোয়াইট হাউজে দেওয়া এক ভাষণে বাইডেন বলেন, “এই চুক্তি আমার জীবনের অন্যতম কঠিন আলোচনার মধ্যে একটি। ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির পথ সহজ ছিল না।”
বাইডেন জানান, যুদ্ধবিরতির চুক্তি তিনটি ধাপে বাস্তবায়িত হবে।
- প্রথম ধাপ: প্রথম ছয় সপ্তাহ ধরে চলবে যুদ্ধবিরতি। এই পর্যায়ে উভয় পক্ষ অস্ত্রবিরতিতে অঙ্গীকারবদ্ধ থাকবে এবং কোনো প্রকার সামরিক কার্যক্রম পরিচালনা করবে না।
- দ্বিতীয় ধাপ: দ্বিতীয় ধাপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
- তৃতীয় ধাপ: তৃতীয় এবং চূড়ান্ত ধাপে গাজার পুনর্গঠন নিয়ে কাজ শুরু হবে।
বাইডেন বলেন, “এই ধাপগুলো অনুসরণ করলে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে এবং দুই পক্ষের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে।”
যুদ্ধবিরতি চুক্তিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকারও প্রশংসা করেন বাইডেন। তিনি বলেন, “আমার এবং ট্রাম্পের প্রতিনিধিরা একসঙ্গে কাজ করেছে। আমরা ‘এক দল’ হিসেবে এই চুক্তি বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়েছি।”
দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি বলেন, “গাজায় যুদ্ধবিরতির চুক্তি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি ১৯ জানুয়ারি, রবিবার থেকে কার্যকর হবে।” তিনি আরও জানান, কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে।